Saturday 07 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবারে বিষক্রিয়ায় মাদরাসার অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২৩:৩০

খাবারে বিষক্রিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্টাফসহ অর্ধশতাধিক অসুস্থ হয়ে হাসপাতালে

ঢাকা: রাজধানীর বংশাল আল জামিয়া মাদীনাতুল উলুম ফোরকানিয়া মাদরাসায় খাবারে বিষক্রিয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও স্টাফসহ অর্ধশতাধিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, মাদরাসাটিতে ১৭০ জন শিক্ষার্থী রয়েছেন। যাদের অধিকাংশই শিশু। শুক্রবার দুপুরে মাদরাসায় মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হয়। দুপুরে সব শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা সেই বিরিয়ানি খায়। একই সময়ে একটি সংগঠন থেকে রান্না করা গরুর বিরিয়ানি দিয়ে যায়। যেহেতু তারা দুপুরের খাবার খেয়ে ফেলেছেন, সেজন্য সেই গরুর বিরিয়ানি রেখে দেন রাতের জন্য। পরে রাতে সবাই একত্রে সেই গরুর বিরিয়ানি খান। এরপর শনিবার সকালে ঘুম থেকে উঠেই একেকজন অসুস্থ হতে থাকেন। পরে সন্ধ্যার দিকে তাদের মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে গরুর মাংসের বিরিয়ানি কারা রান্না করে দিয়ে গেছেন সেটি তিনি জানেন না।

বিজ্ঞাপন

অসুস্থ বাবুর্চি সৈয়দ আবুল হোসেন জানান, গতকাল দুপুরের মুরগির বিরিয়ানি তিনি নিজে রান্না করেছিলেন। তবে দুপুরে গরুর যে বিরিয়ানিটি দিয়ে যায় সেটি কারা রান্না করেছেন এবং কারা দিয়ে গেছেন সেটি তিনিও জানেন না। তার ধারণা, রাতে সেই গরুর বিরিয়ানি খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে, মাদরাসার একাধিক শিক্ষার্থী জানান, রাতে খাবার খেয়ে যখন তারা ঘুমিয়ে পড়েন তখনও কোনো সমস্যা হয়নি। সকালে ঘুম থেকে ওঠার পরেই তাদের পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা ও পেট ব্যাথা শুরু হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেডিকেল অফিসার বলেন, ‘ধারণা করা হচ্ছে, ফুড পয়জনিং হয়েছে তাদের। সবাইকে মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অসুস্থ খাবার টপ নিউজ বিষক্রিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর