রোববার ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা
৭ ডিসেম্বর ২০২৪ ২১:৪৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৪ ২৩:৩০
ঢাকা: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে রোববার (৮ ডিসেম্বর) প্রতিবাদী পদযাত্রা করবে ও স্মারকলিপি দেবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়াসেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় সামনে থেকে মিছিল নিয়ে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করবে সংগঠনি তিনটির নেতাকর্মীরা।
দলীয় সূত্র মতে, রাজধানীর নয়াপল্টনে শনিবার (৭ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভায় এ সিদ্ধান্ত।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উচ্ছৃঙ্খল সদস্যরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। উচ্ছৃঙ্খল মব (জনতা) বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে আমরা ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।’
সারাবাংলা/এজেড/পিটিএম