Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিশংসন থেকে বেঁচে গেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৪ ২২:৫১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০৩:২৭

প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক উত্তেজনায় প্রেসিডেন্ট ইউন সুক ইওল পার্লামেন্টে অভিশংসন ভোট থেকে বেঁচে গেছেন। অভিশংসিত করতে ২০০ ভোটের প্রয়োজন ছিল। তবে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১৯৫টি।

শনিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে বিরোধী দল এই অভিশংসন প্রস্তাব এনেছিল।

বিরোধীর অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেলেও ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিল। প্রেসিডেন্টকে সরিয়ে দিতে যখন ভোট শুরু হবে তখন সংসদ থেকে বের হয়ে গেছেন ক্ষমতাসীন দলের এমপিরা।

আরও পড়ুন-

প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবার রাতে এক টেলিভিশন ঘোষণায় ‘রাষ্ট্র বিরোধী শক্তি’ এবং উত্তর কোরিয়ার হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন। তবে এর কিছুক্ষণ পরই পরিষ্কার হয়ে যায়, কোনো বিদেশি হুমকি নয়, বরং তার নিজের রাজনৈতিক সংকটের কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর হাজার হাজার মানুষ এর প্রতিবাদে পার্লামেন্টের সামনে সমবেত হয়। অন্যদিকে বিরোধী আইন প্রণেতারা দ্রুত পার্লামেন্টে যান জরুরি ভোটের মাধ্যমে প্রেসিডেন্টের সিদ্ধান্ত বাতিলের জন্য চাপ দেওয়ার জন্য। ভোটে পরাজিত হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি পার্লামেন্টের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেন।

সারাবাংলা/এইচআই

অভিশংসন ইউন সুক ইওল দক্ষিণ কোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর