লা লিগা
বেটিসের সাথে ড্রয়ে আবার পয়েন্ট হারাল বার্সা
৭ ডিসেম্বর ২০২৪ ২৩:২০ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২২:৩৯
লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর মায়োর্কার বিপক্ষে বড় জয়ে স্বস্তি ফিরেছিল বার্সেলোনা শিবিরে। তবে আজ আবার পয়েন্ট হারিয়ে ধাক্কা খেল কাতালানরা। রিয়াল বেটিসের মাঠে দুইবার এগিয়ে গিয়েও অন্তিম মুহূর্তে গোল হজম করে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।
বেটিসের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে বেশ কয়েকটি সুযোগ এলেও কেউই গোলের দেখা পাচ্ছিলেন না। প্রথমার্ধের ঠিক আগে বার্সাকে লিড এনে দেন রবার্ট লেভানডস্কি। ৩৯ মিনিটে কুন্দের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন লেভানডস্কি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরাতে মরিয়া বেটিস একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল। অবশেষে ৬৪ মিনিটে বক্সের ভেতর ভিক্টর রুকিকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথমে পেনাল্টি না দিলেও ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত জানান তিনি। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান লে সেলসো।
ম্যাচের ৮২ মিনিটে আবার লিড ফিরে পায় বার্সা। লামিন ইয়ামালের দারুণ এক পাসে গোল করেন ফেরান তোরেস। এই গোলে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সা। তবে ৯৪ মিনিটের মাথায় বার্সাকে স্তব্ধ করে আবার সমতায় ফেরে বেটিস। রুইবালের বাড়ানো বলে গোল করে উল্লাসে মাতেন আসানে দিয়াও।
শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। তবে দুই ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ থাকছে পরের দুই ম্যাচ জিতে শীর্ষে ওঠার।
সারাবাংলা/এফএম