Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে শব্দদূষণ
ভিসির বাংলোর সামনে গান বাজিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাবি করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ২২:৫৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ০০:০২

ঢাবিতে শব্দদূষণের প্রতিবাদে ভিসার বাসার সামনে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দৈনন্দিন ডিজে পার্টি ও গান বাজনা এবং রাজু ভাস্কর্যে উচ্চস্বরে মাইকিংয়ের প্রতিবাদে বেগম রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, দৈনন্দিন উচ্চ শব্দদূষণের কারণে তাদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভিসির বাংলোর সামনে গান বাজিয়ে প্রতিবাদ করেন দুই হলের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘টিএসসির দৈনন্দিন ডিজে পার্টি ও গান বাজনা এবং রাজু ভাস্কর্যে উচ্চশব্দে মাইক বাজানোর কারণে শামসুন্নাহার ও রোকেয়া হলের শিক্ষার্থীদের জীবন পুরোপুরি বিপর্যস্ত। মাথা ব্যাথায় ভুগতে হয় প্রতিদিন, পড়াশোনা করার মতো অবস্থা থাকে না।’

তিনি আরও বলেন, ‘সেজন্য শামসুন্নাহার হলের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে, আজ রাতে বড় সাউন্ড বক্স নিয়ে ভিসির বাসার সামনে গান বাজাব। যতক্ষণ না তিনি আমাদের লিখিত অঙ্গীকার দেন যে, টিএসসি ও রাজু ভাস্কর্যের শব্দদুষণ নিয়ন্ত্রণ করা হবে, ততক্ষণ আমরা সাউন্ড বক্সে গান বাজাব। প্রয়োজন হলে সারারাত বাজাব।’

সারাবাংলা/এআইএন/পিটিএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ ভিসির বাংলো শব্দদূষণ

বিজ্ঞাপন

হিলি হানাদার মুক্ত দিবস পালিত
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর