Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইপিজেডে কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নেভানোর কাজ চলছে

স্পেশাল করসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৩

সিইপিজেডের ‘ইউনিটি এক্সেসরিজ’ কারখানায় আগুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) কার্টন তৈরির কারখানায় সোয়া দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে ফেরত যায়। বাকি ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে সিইপিজেডের প্রবেশমুখে বেপজা সিকিউরিটি গেটের পাশে এক নম্বর সড়কে ‘ইউনিটি এক্সেসরিজ’ নামে কারখানাটিতে আগুন লাগে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ পৌঁছানোর পর ইপিজেড, বন্দর, আগ্রাবাদ স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

বিজ্ঞাপন

নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলায় কার্টন ফ্যাক্টরিতে আগুন লাগে। তবে আগুন লাগার পর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।’

নগরীর ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার কর্মীরা রাত সোয়া আটটার দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে কেউ হতাহতের তথ্য নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে প্রকাশ করা হবে।’

 

সারাবাংলা/আরডি/এইচআই