Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনাল দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ০৯:১৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩৪

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে আজ মাঠে নামবে দুই দল। চলুন দেখে নেওয়া যাক কোথায় দেখা যাবে জমজমাট এই ফাইনাল।

৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত ফাইনাল। ফাইনাল সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক, সনি টেন ৩ ও সনি টেন ৫ চ্যানেলে। এছাড়া অনলাইনেও দেখা যাবে খেলাটি।

বিজ্ঞাপন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। ১০ আসরের মাঝে ৭ বারই ট্রফি জিতেছে ভারত। বাংলাদেশ ট্রফি জিতেছে মাত্র একবার। গতবারের আসরে শিরোপা জয়ের পর টানা দ্বিতীয় ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-বাংলাদেশ দুই দলই সেমিফাইনালে উঠেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। সেমিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্য সেমিতে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

বাংলাদেশ কি পারবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে?

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ-ভারত ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর