নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা খুন
স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১০:৩৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮
৮ ডিসেম্বর ২০২৪ ১০:৩৬ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৩:১৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে পতেঙ্গার বিজয়নগর এলাকায় একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর নাম নাসিমা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর। স্বামী নাসিরকে নিয়ে তিনি বিজয়নগর এলাকায় থাকতেন।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘লাশ প্রায় গলিত। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছি। তবে কীভাবে খুন করা হয়েছে, সেটা বুঝতে পারছি না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সারাবাংলা/আরডি/এসডব্লিউ