আসাদ সরকারের পতনে সিরিয়ার রাস্তায় বিজয়োল্লাস
৮ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্প্রতি দেশ ছেড়ে পালিয়েছেন। এই বিজয় উল্লাস উদযাপন করতে সিরিয়ার রাজধানী দামেস্কের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। নানান স্লোগান নিয়ে বিজয় উল্লাসে মেতেছেন দেশটির বাসিন্দারা।
এদিকে,দামেস্কের বিমানবন্দরে দেখা দিয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। এই বিমানবন্দর দিয়েই অজ্ঞাত গন্তব্যে পাড়ি দিয়েছেন আসাদ সরকার।
এই বিজয় সিরিয়ার যুদ্ধে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সেসব সরকার বিরোধী মানুষদের জন্য যারা বছরের পর বছর ধরে সংগ্রাম করেছেন এই দেশটির নিয়ন্ত্রণের জন্য।
সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী, বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের ২৪ বছরের শাসনের অবসান হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। সশস্ত্র বিরোধীরা ইতোমধ্যে দামেস্কে প্রবেশ করেছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হাজার হাজার মানুষ গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রাণকেন্দ্রে জড়ো হচ্ছেন। স্বাধীনতা নিয়ে নানান স্লোগান দিচ্ছেন তারা। অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, দামেস্কের উমাইয়াদ স্কয়ারে বেশ কিছু লোক পরিত্যক্ত সামরিক ট্যাংকের উপর দাঁড়িয়ে আছেন এবং আনন্দ উদযাপনে গান গাইছেন।
এদিকে, দামেস্কে গোলাগুলির শব্দও শোনা গেছে। বেশ কিছু ভিডিওতে সিরিয়ার রাজধানী থেকে সরকারি সৈন্যদের শহর ছেড়ে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।
তবে ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।
সারাবাংলা/এসডব্লিউ