Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় আজও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৩:২৪

ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি, তবুও কাজে ছুটছেন কৃষক। ছবি: সারাবাংলা

নওগাঁ: উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। রোববার (৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এদিন রেকর্ড করা হয় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। সেই সঙ্গে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। তবে সকাল হলেই কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও কমে যাচ্ছে।

বিজ্ঞাপন

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সকাল ৬টায় জেলায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে এ জেলার তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:১৭

শুভ বড়দিন আজ
২৫ ডিসেম্বর ২০২৫ ০০:০০

আরো