এসআই নিয়োগে আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার পরামর্শ
সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৬
৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৬
ঢাকা: বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ চলছে। এ পদে নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোন ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোন অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক ( এআইজি মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে বলেও জানান তিনি।
ইনামুল হক সাগর বলেন, ‘কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরণের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’
সারাবাংলা/ইউজে/এমপি