Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৩:০৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি

ঢাকা: রফিকুল আলম মজনুকে আহবায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছে বিএনপি।

রোববার (৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় দফতর থেকে এই বিবৃতি পাঠান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্যরা হলেন-

১. রফিকুল আলম মজনু আহবায়ক

২. হারুনুর রশিদ হারুন যুগ্ম আহবায়ক

৩. আ. ন. ম সাইফুল ইসলাম যুগ্ম আহবায়ক

৪. লিটন মাহমুদ যুগ্ম আহবায়ক

৫. আব্দুস সাত্তার যুগ্ম আহবায়ক

৬. এস. কে সেকান্দার কাদির যুগ্ম আহবায়ক

৭. মনির হোসেন চেয়ারম্যান যুগ্ম আহবায়ক

৮. মীর হোসেন মীরু যুগ্ম আহবায়ক

৯. সাইদুর রহমান মিন্টু যুগ্ম আহবায়ক (দপ্তরে নিয়োজিত)

১০. এ্যাড. মকবুল হোসেন সরদার যুগ্ম আহবায়ক

১১. গোলাম হোসেন যুগ্ম আহবায়ক

১২. ফরহাদ হোসেন যুগ্ম আহবায়ক

১৩. মকবুল হোসেন টিপু যুগ্ম আহবায়ক

১৪. মজিবুর রহমান মজু যুগ্ম আহবায়ক

১৫. তানভীর আহমেদ রবিন সদস্য সচিব

১৬. ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সদস্য

১৭. ফরিদ উদ্দিন সদস্য

১৮. এ্যাড. ফারুকুল ইসলাম সদস্য

১৯. শরীফ হোসেন সদস্য

২০. মোহাম্মদ আলী চায়না সদস্য

২১. আরিফুর রহমান নাদিম সদস্য

২২. লতিফ উল্লাহ জাফরু সদস্য

২৩. আনোয়ার পারভেজ বাদল সদস্য

২৪. কে. এম জুবায়ের এজাজ সদস্য

২৫. আকবর হোসেন ভূইয়া নান্টু সদস্য

২৬. সাইদ হাসান মিন্টু সদস্য

২৭. উমর নবী বাবু সদস্য

২৮. সাইফুল্লাহ খালেদ রাজন সদস্য

২৯. ফজলে রুবায়েত পাপ্পু সদস্য

৩০. আরিফা সুলতানা রুমা সদস্য

৩১. নাদিয়া পাঠান পাপন সদস্য

৩২. নাছরিন রশিদ পুতুল সদস্য

বিজ্ঞাপন

৩৩. লোকমান হোসেন ফকির সদস্য

৩৪. জুম্মন মিয়া (চেয়ারম্যান) সদস্য

৩৫. এ্যাড. মহিউদ্দিন চৌধুরী সদস্য

৩৬. হাজী নাজিম সদস্য

৩৭. আলমগীর হোসেন সদস্য

৩৮. রাইসুল হাসান হবি সদস্য

৩৯. মো. হামিদুল হক সদস্য

৪০. সফিউদ্দিন আহমেদ সেন্টু সদস্য

৪১. এ্যাড. হোসেন আলী সদস্য

৪২. ইসমাইল তালুকদার খোকন সদস্য

৪৩. আনোয়ার হোসেন সরদার সদস্য

৪৪. আনোয়ারুল কবির সদস্য

৪৫. মামুন হোসেন সদস্য

৪৬. জাফর আহমেদ সদস্য

৪৭. তোফায়েল আহমেদ সদস্য

৪৮. মোফাজ্জল হোসেন সদস্য

৪৯. হাজী মোজাম্মেল হক সদস্য

৫০. হাজী জাকির হোসেন সদস্য

৫১. কাবিরুল হায়দার চৌধুরী সদস্য

৫২. আবুল হাশেম সদস্য

৫৩ শামসুন নাহার সদস্য

৫৪. খাজা হাবীব সদস্য

৫৫. মোয়াজ্জেম হোসেন সদস্য

৫৬. মো. উজ্জল মিয়া সদস্য

৫৭. নুরুল কাদের নাসিম সদস্য

৫৮. মো. নাসিমুল গণি খান সদস্য

৫৯. মোজাম্মেল হক মজু সদস্য

৬০. মো. আকতার হোসেন সদস্য

৬১. মো. আলম মৃধা সদস্য

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর