Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ লাখ রানে ইংল্যান্ডের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৩

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড

ক্রিকেটের জন্ম তাদের হাত ধরেই। ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়েছিল ক্রিকেটের জনক ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচের পর পেরিয়ে গেছে প্রায় ১৫০ বছর। ২০২৪ সালের শেষ প্রান্তে এসে ইংল্যান্ড গড়ল অনন্য এক রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভের দ্বিতীয় টেস্ট চলার সময় প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূর্ণ করেছেন ইংলিশরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ‘বাজবল’ স্টাইলে ব্যাটিং করেছেন ইংলিশ ব্যাটাররা। আজ ম্যাচের তৃতীয় দিনে জো রুটের সেঞ্চুরির পরপরই ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এই সময়েই ইংল্যান্ড গড়েছে নতুন রেকর্ড। দলীয় ৫ লাখ রান ছাড়িয়ে গিয়ে প্রথম দল হিসেবে টেস্টে এই রেকর্ড গড়েছেন তারা।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংস শেষে ইংল্যান্ডের রান ৫ লাখ ১৭৩। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল এই দলটির রান ৪ লাখ ২৯ হাজার ৩০। তৃতীয় স্থানে আছে ভারত। অ্যাডিলেড টেস্টের পর তাদের রান ২ লাখ ৭৮ হাজার ৮২৫।

রানের এই তালিকায় ৯ম স্থানে আছে বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে  ১৫০ টেস্টে তাদের রান ৬৪ হাজার ৮৫০।

গড় রানের দিক দিয়ে অবশ্য এগিয়ে আছে অস্ট্রেলিয়াই। ৮৬৮ ম্যাচে খেলেছেন ৪৬৭ ক্রিকেটার। অজিদের গড় রান ৩২.৬০। ১০৮২ ম্যাচে খেলেছেন ৭১৭ ইংলিশ ক্রিকেটার। ইংল্যান্ডের গড় রান ৩০.৩২। গড় রানের দিক দিয়ে সবার নিচে আছে বাংলাদেশ। ১০৬ ক্রিকেটার নিয়ে বাংলাদেশের গড় রান ২৩.২৪।

সারাবাংলা/এফএম

৫ লাখ রান ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর