চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার হায়দার আলী সাদ্দাম (৩১) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি হবিগঞ্জ জেলায় হলেও থাকেন চট্টগ্রামের হাটহাজারীতে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, হায়দার আলী গত ৩০ আগস্ট নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।