ডিএসইতে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমেছে
৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩১
ঢাকা: পুঁজিবাজারে লেনদেন তলানীতে নেমেছে। রোববার (৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমেছে।
এদিন ডিএসইতে মাত্র ২৯৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি আগের দিনের চেয়ে ৪২ কোটি টাকা কম। এর আগে গত বৃহস্পতিবার ডিএসইতে ৩৩৫ কোটি টাকা টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো। এটি গত চার মাসের মধ্যেও যা সবচেয়ে কম। এর আগে গত ৪ আগস্ট ডিএসইতে ২০৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিলো। ওইদিনের পর রোববার ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
রোববার ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠানের ১১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫২১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৮৭টির কমেছে ২৪৮টি এবং ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামে কোন পরিবর্তন আসেনি।
দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৮১ পয়েন্টে নেমে আসে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করছে।
সারাবাংলা/জিএস/এমপি