Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ধান ভাগাভাগি নিয়ে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৩০

বগুড়া: বগুড়ায় জমির ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে সজল মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (৮ ডিসেম্বর) জেলার গাবতলি উপজেলার সুখানপুকুর তেলিহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সজল মিয়া জমিতে সেচ দিয়েছেন ধান ভাগাভাগি করে নেওয়ার শর্তে। সকালে এ নিয়ে দুইজনের বিরোধ বাঁধে। একপর্যায়ে আরও কয়েকজন এতে জড়িয়ে পড়েন। এসময় মারধর শুরু হলে সজল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

গাবতলি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/এসআর

কৃষক খুন বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর