Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষকদের আর্থিক-সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো সময়ের দাবি’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২২:৪৮

মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

খুলনা: শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে শিক্ষকদের মর্যাদার উন্নতি ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ সবচেয়ে কম— বাজেটের মাত্র ২ শতাংশ। কিন্তু ইউনেস্কোর মতে, শিক্ষা খাতে বরাদ্দ বাজেটের ৬ শতাংশ হওয়া উচিত। বরাদ্দ বাড়িয়ে শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবি।’

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) সকালে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষার লক্ষ্যই হলো শিশুদের অক্ষরজ্ঞানসম্পন্ন করে তোলা। একই সঙ্গে তাকে ভাষাজ্ঞান ও গণিতে দক্ষ করা। পড়তে পারা মানুষের সামনে বিশ্বের জ্ঞানরাজ্যের দ্বার খুলে যায়, যার সূচনা প্রাথমিক বিদ্যালয় থেকেই হয়।’

যে সব বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা অনেক কম, সেগুলোকে পাশের বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার চিন্তা সরকার করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের মতো কোটা না রাখার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, সাধারণভাবে অন্য চাকরিতে যেমন ৭ শতাংশ কোটা রয়েছে, এখানেও তেমনটি থাকবে। তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের ২০ শতাংশ গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাস করাদের অগ্রাধিকার দেওয়া হবে। গাইড বই ও প্রাইভেট কোচিংকে নিরুৎসাহিত করতে হবে।

বিজ্ঞাপন

পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর কথা জানিয়ে উপদেষ্টা অধ্যাপক বিধান বলেন, আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয় মিড-ডে মিলের আওতায় আসবে। প্রথম পর্যায়ে দেশের ১৫০টি উপজেলার সব বিদ্যালয়ে এটি চালু হবে।

খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. তবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকসহ কর্মকর্তারা অংশ নেন। মতবিনিময় শেষে উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

পরে উপদেষ্টা একই স্থানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

সারাবাংলা/এসডব্লিউ

অধ্যাপক বিধান রঞ্জন ডা. বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আসিফ আলতাফের ‘ব্যাকুল হৃদয়’
১১ ডিসেম্বর ২০২৪ ২০:৪০

আরো

সম্পর্কিত খবর