Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতকড়া পরা আসামি ছিনতাই, ১৪ ঘণ্টার মধ্যে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৮:২০ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২১:০২

গ্রেফতার হওয়া ৩ আসামি। ছবি: সারাবাংলা

নড়াইল: নড়াইলে কালিয়া থানা পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় ছিনিয়ে নেওয়া আসামিকে ১৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ফের গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে আসামি ছিনতাইয়ে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার পুরুলিয়া ইউপির চাঁদপুর এলাকা থেকে আসামি ছাব্বির আহম্মেদ শেখসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ছাব্বির শেখ কালিয়ার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে। পুলিশের ওপর হামলা করে তাকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার ভাই নিশান শেখ ও একই এলাকার হাজী ওসমান মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে।

কালিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে তার মা তানিয়া সুলতানা জোনাকী আটজনকে অভিযুক্ত করে আদালতে আবেদন করেন। ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানায় ছাব্বির আহম্মেদ শেখকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়।

পুলিশ জানিয়েছে, ওই মামলার এজাহারভুক্ত আসামি ছাব্বিরকে শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে আটক করে। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গতিরোধ করে স্বজনরা ছাব্বিরকে ছিনিয়ে নিয়ে যান।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখসহ তাকে ছিনিয়ে নেওয়ায় জড়িত আরও দুজনকে দুপুরে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর