দারুস সালাম থেকে জেএমবি’র চার সক্রিয় সদস্য আটক
১৩ জুন ২০১৮ ১৮:২৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবি’র চার সক্রিয় সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও মোবাইল ফোন জব্দ করা হয়।
দারুস সালাম থানায় সিরাজুল ইসলাম সবুজ (৩২), জাহাঙ্গীর আলম আমজাদ (২৭), আব্দুল্লাহ আল মারুফ (৩০) ও আনোয়ার হোসেনের (৩৫) নামে মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ জুন) রাতে দারুস সালাম বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (১৩ জুন) বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারা নব্য জেএমবির কথিত আমির আইয়ুব বাচ্চুর সহযোগী হিসেবে সাভার ও এর পাশের এলাকায় উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই তথ্য জানিয়েছে।
সারাবাংলা/ইউজে/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook