Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিন বন্ধ থাকবে ঢাবির মেট্রো স্টেশন

ঢাবি করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ১৯:০৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪৭

ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত সময়ের মধ্যে চার দিন মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধ রাখা হবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের টিএসসি স্টেশন চার দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এ সময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই চার দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। অন্যদিকে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুদিনে থার্টি ফার্স্ট নাইট তথা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয় নানা আয়োজনে।

আগের বছরগুলোর অভিজ্ঞতা বলছে, এই দিনগুলোতে স্বাভাবিক দিন বা সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনসাধারণের আনাগোনা বেশি থাকে। সেই ভিড় নিয়ন্ত্রণের জন্যই ঢাবির মেট্রো স্টেশন বন্ধ রাখা হচ্ছে এই চার দিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর