হাসিনা-কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা
৮ ডিসেম্বর ২০২৪ ২২:৪৭
ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় আলী হুসেন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৮৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির এক স্বজন। আদালতে করা এ মামলায় আরও ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলাটির উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক ও মোহাম্মদ আলী আরাফাত; ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম; সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরী ও হাবিব হাসান; সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন; সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান; ডিএমপির (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ; এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
রোববার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালতে আলী হুসেনের আত্মীয় পরিচয়ে মফিজুল ইসলাম সানা মামলার আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, আদালত বাদীর জবানবন্দি নিয়ে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না বা কোনো তদন্ত চলছে কি না, তা আগামী ২০ কর্মদিবসের মধ্যে উত্তরা-পূর্ব থানা পুলিশকে জানাতে নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা-পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর-হাউজবিল্ডিং এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন আলী হুসেন। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আলী হুসেনের আত্মীয় মফিজুল ইসলাম সানা আজ রোববার আদালতে মামলার আবেদন করেন।
সারাবাংলা/কেআইএফ/টিআর
ওবায়দুল কাদের গুলিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন শেখ হাসিনা হত্যা মামলা দায়ের