১ কেজি সোনাসহ চোরাকারবারী আটক
৮ ডিসেম্বর ২০২৪ ২১:২৭
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ৯টি অবৈধ সোনার বারসহ রুহুল আমিন (২১) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ডুগডুগি বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমিন দর্শনা আজমপুর পৌর এলাকার শেখ রফিকুল ইসলামের ছেলে।
লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, বিজিবি টহলদল সন্দেহভাজন এক যুবককে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। তল্লাশি করলে তার মোটরসাইকেলের হেড নাটের কভারের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৯টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ১ কেজি ১৭৮ গ্রাম।
এ ঘটনায় বিজিবি নায়েক জিয়াউর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। আটক রুহুল আমিনকে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসআর