বাংলাদেশ যুব ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন
৮ ডিসেম্বর ২০২৪ ২১:৪০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ০০:১৬
ঢাকা: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিনন্দন জানান।
ক্রিকেটার ও কর্মকর্তাদের উচ্ছ্বসিত প্রশংসাও করে তিনি বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশের এই সাফল্য অব্যাহত থাকবে। আজ যারা বয়স ভিত্তিক দলে পরাশক্তি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হল, আগামীতে তারা মূলদলের হয়ে একই সাফল্য বয়ে আনবে।’
এর আগে, রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টাইগার যুবারা। ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা টিম হিসেবে আবির্ভূত হল বাংলাদেশের যুবকরা।
পৃথক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।
সারাবাংলা/এজেড/এসআর
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ তারেক রহমানের অভিনন্দন বাংলাদেশ যুব ক্রিকেট দল ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ