Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৬ হাজার ছাড়াল

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ২২:১৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ০০:১৬

ঢাকা: শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ৫৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৭ জনের। চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হয়েছে ৫২৯ জনের।

এ নিয়ে দেশে চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২২৮ জন। এর মাঝে ৯৩ হাজার ৪৬৭ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৩৬১ জন ও নারী ২৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে তিনজন মারা গেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছেন একজন। এছাড়া ঢাকা বিভাগীয় এলাকায় (মহানগরীর বাইরে) এক জন ও ময়মনসিংহ বিভাগীয় এলাকায় (মহানগরীর বাইরে) একজন ও রাজশাহী বিভাগীয় এলাকার (মহানগরীর বাইরে) হাসপাতালে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫২৯ জন। এর মাঝে ৫১.৬ শতাংশ নারী ও ৪৮.৪ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪০ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১২৪ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে আটজন, বরিশাল বিভাগে ৩১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় দুই জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৩২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর

ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গুতে মৃত্যু

বিজ্ঞাপন

র‍্যাব বিলুপ্তি চায় বিএনপি
১০ ডিসেম্বর ২০২৪ ১৪:০৩

আরো

সম্পর্কিত খবর