Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ২২:৫০

ঢাকা: দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সম্প্রতি প্রশাসক নিয়োগ করেছে সরকার। সেই ধারবাহিকতায় এবার বেসিস পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

রোববার ( ৮ ডিসেম্বর) বেসিস-এর সদ্য নিযুক্ত প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসানের সই করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

এই সহায়ক কমিটিতে রয়েছেন উল্কাসেমি প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েতুর রহমান, ডিএনএস সফটওয়্যার লি. ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির, নিউরোসফট টেকনোলজিস লি. ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, ইনফোব্যান রিয়েল্ম আইটি সলিউশন্স. এর ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা, ড্রিম টেক এর প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন নিজামী, ই-বিজনেস সফট সলিউশন্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সাহাদাত, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেড. এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, টেকসল টেকনোলজিস লি. ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল জেমস, টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল কায়েস পরাগ, ম্যাটিওরস ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাইন বিল্লাহ এবং এইচআরসফটবিডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রোকমুনুর জামান রনি।

এর আগে, বেসিসে প্রশাসক হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তিনি পরবর্তী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন। গেল বুধবার (৪ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে প্রশাসক নিয়োগের ওই অফিস আদেশ জারি করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসআর

বেসিস সহায়ক কমিটি

বিজ্ঞাপন

রাজশাহী ওয়াসার ‘ডন’ গ্রেফতার
৮ ডিসেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর