‘আবু সাঈদের বাড়ির পাশে তার নামে বিশ্ববিদ্যালয় হবে’
৮ ডিসেম্বর ২০২৪ ২৩:০৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ আবু সাঈদ’র বাড়ির পাশে তার নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. লুৎফর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, আবু সাঈদের ভাই ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী ও সম্পাদক আবু হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামসহ অতিথিরা পীরগঞ্জের বাবনপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন।
সারাবাংলা/পিটিএম