Sunday 08 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাপতে দেরি, ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৪১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৯

এখনো বই রয়েছে ছাপাখানায়। ডিসেম্বরের মধ্যে সব বই ছাপা হবে না। এ কারণে এবার ১ জানুয়ারি দেশব্যাপী বই উৎসবও হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: বই ছাপাতে দেরি হওয়ায় এবার ১ জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে না সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রতিবছর দেশের বাইরের প্রকাশনা সংস্থাগুলো বই ছেপে দিত। এবার ৫ আগস্টের পরে সে সব টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপতে কিছুটা দেরি হচ্ছে। এ জন্য বই বিতরণে কিছুটা দেরি হবে। তবে প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৮ ডিসেম্বর) খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে সব ক্ষেত্রেই প্রভাব পড়েছে, যেটি শিক্ষা খাতেও পড়েছে। এটি মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের ওপরে কিছুটা বাড়তি চাপও পড়তে পারে।

উপদেষ্টা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ সবচেয়ে কম— বাজেটের মাত্র ২ শতাংশ। কিন্তু ইউনেস্কোর মতে, শিক্ষা খাতে বরাদ্দ বাজেটের ৬ শতাংশ হওয়া উচিত। বরাদ্দ বাড়িয়ে শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদার উন্নতি ঘটানো এখন সময়ের দাবি।’

যে সব বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা অনেক কম, সেগুলোকে পাশের বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার চিন্তা সরকার করছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের মতো কোটা না রাখার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বই উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর