‘পুলিশকে জনগণের মুখোমুখি দাড় করিয়েছে সরকার’
৯ ডিসেম্বর ২০২৪ ১১:১৫
গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ‘পুলিশকে জনগণের মুখোমুখি দাড় করিয়েছে সরকার।’
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরেরবাজার এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগ ও পূবাইল থানার উদ্যোগে আয়োজিত অংশীজনের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এসব কথা বলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাফিজুর রহমানের সঞ্চালনায় ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এম.এন. নাসির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান, গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফাহিম, পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলাম।
প্রধান অতিথি জাহিদুল হাসান বলেন, ‘আমাদের প্রতি আপনাদের প্রত্যাশা অনেক, জানি না আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারব। তবে কথা দিচ্ছি আমরা অত্যন্ত সচেষ্ট থাকব। পুলিশ সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। আপনাদের চাহিদামতো পুলিশবাহিনীকে গঠন করা হবে। তাই উপস্থিত সবাইকে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, এতোদিন পুলিশের বিভৎস রূপ যেটা দেখেছেন আগামীতে সেটা আর দেখবেন না।’
জাহিদুল হাসান আরও বলেন, ‘এক শ্রেণির সুবিধাভোগীর জন্য স্বৈরাচার তৈরি হয়৷ আগামীতে যেন আর কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের কথা কেউ বুকে ধারণ করতে পারলে আগামীতে আর বিভৎস পুলিশ অফিসার পয়দা হবে না।’
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে পূবাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আখতার হোসেন, পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাওহীদ কবির, পূবাইল প্রেসক্লাবের সদস্য মো. রিয়াজুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান, সোহেল খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসডব্লিউ