১৭ বছর পর ফিফার বর্ষসেরা একাদশে নেই মেসি
১০ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১২:২৫
২০০৭ সালে প্রথমবার ফিফার বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর পেরিয়ে গেছে ১৭ বছর। লিওনেল মেসির নাম প্রতি বছরই থাকতো বর্ষসেরা একাদশের তলিকায়। তবে দীর্ঘ সময় পর এবার এর ব্যতিক্রম ঘটল। পেশাদার ফুটবলের সংগঠন ফিফপ্রো ঘোষিত ২০২৪ সালের বর্ষসেরা একাদশে ঠাই হয়নি মেসির।
টানা ১৭ বার বর্ষসেরা একাদশে থেকে আগেই রেকর্ড গড়েছিলেন মেসি। এই বছরে কোপা আমেরিকা জিতেছেন, জিতেছেন মেজর সকার লিগের সাপোর্টার্স শিল্ডও। আর্জেন্টিনা ও ক্লাবের জার্সি গায়ে দারুণ পারফর্ম করলেও নিজের সেরা ফর্মে ছিলেন না তিনি। আর এতেই বর্ষসেরা একাদশে জায়গা করে নিতে পারেননি মেসি। মেসির মতো একাদশে নেই কোনো আর্জেন্টাইন ফুটবলারও।
বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি ৬ জন আছেন গতবারের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ থেকে। ৪ জন আছেন ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে। রিয়াল ও সিটির বাইরে একাদশে জায়গা করে নিয়েছেন লিভারপুল ডিফেন্ডার ভ্যান ডাইক।
৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছর সেরা একাদশ নির্বাচন করে ফিফপ্রো। এবার সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ ভোট পেয়ে একাদশে জায়গা করে নিয়েছেন রিয়াল তারকা জুড বেলিংহাম। প্রথমবারের মতো বর্ষসেরা একাদশে স্থান পেয়েছেন দানি কারভাহাল, আন্তোনিও রুডিগার, এডারসন ও রদ্রি। একাদশে আছেন ফুটবলকে বিদায় জানানো মাদ্রিদ ও জার্মান তারকা টনি ক্রুসও।
ফিফপ্রো বর্ষসেরা একাদশ
গোলকিপার: এডারসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
সারাবাংলা/এফএম