ইউনাইটেড হেলথকেয়ারের সিইও হত্যা মামলায় অভিযুক্ত গ্রেফতার
১০ ডিসেম্বর ২০২৪ ১৩:০৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩
নিউ ইয়র্কে ৪ ডিসেম্বর ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যার ঘটনায় ২৬ বছর বয়সী লুইজি ম্যানজিওনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ম্যানজিওনকে সোমবার (৯ ডিসেম্বর) পেনসিলভেনিয়ার আল্টুনা শহরের একটি রেস্তোরাঁয় গ্রেফতার করা হয়। নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ২৮০ মাইল দূরে থাকা এই রেস্তোরাঁয় এক গ্রাহক তাকে শনাক্ত করেন এবং তার আচরণে সন্দেহ থেকে পুলিশে খবর দেন।
তল্লাশির সময় তার কাছে একটি বন্দুক এবং একটি হাতে লেখা নথি পাওয়া যায়। পরে পেনসিলভেনিয়া আদালতে পাঁচটি অভিযোগে তাকে হাজির করা হয় এবং তার জামিন অস্বীকার করা হয়।
ব্রায়ান থম্পসনকে গত বুধবার (৪ ডিসেম্বর) সকালে ম্যানহাটনের মিডটাউনে হিলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয়। সেই সময় সেখানে ইউনাইটেড হেলথকেয়ার একটি বিনিয়োগকারী বৈঠক চলছিল। পুলিশ তথ্য অনুযায়ী, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা।
গ্রেপ্তারের সময় ম্যানজিওনের কাছে একটি বন্দুক এবং একটি লোডেড ম্যাগাজিন পাওয়া যায়। তার ব্যাগে একটি মার্কিন পাসপোর্ট, ১০ হাজার ডলার নগদ অর্থ এবং তিন পৃষ্ঠার একটি হাতে লেখা নথি ছিল। নথিতে কর্পোরেট আমেরিকার প্রতি তার অসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে।
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, ‘ম্যানজিওনের কাছ থেকে পাওয়া অস্ত্র এবং সাপ্রেসর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিলে যায়।’
ম্যানজিওন এখন নিউ ইয়র্কে প্রত্যর্পণের বিকল্প গ্রহণ করতে পারবেন। তিনি যদি এটি মেনে নেন, তবে তাকে তৎক্ষণাৎ নিউ ইয়র্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তা না হলে প্রক্রিয়াটি ৩০ থেকে ৪৫ দিন সময় নিতে পারে।
ম্যানজিওনের পরিবার জানিয়েছে, তারা তার গ্রেপ্তারে হতবাক। তারা ব্রায়ান থম্পসনের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে এবং সবাইকে জড়িতদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।
লুইজি ম্যানজিওন মেরিল্যান্ডের বাসিন্দা। তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে স্নাতক করেন এবং ক্যালিফোর্নিয়ায় ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।
এই হত্যাকাণ্ড কর্পোরেট জগতে আলোড়ন তুলেছে এবং সেইসাথে ম্যানজিওনের কার্যকলাপ নিয়ে ব্যাপক তদন্ত চলছে।
সারাবাংলা/এনজে