Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছর পদোন্নতি বঞ্চিত
সাবেক কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির প্রতিবেদন পেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৩:১০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:০২

ঢাকা:  জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকুরিতে পদোন্নতি বঞ্চিত ও নানাভাবে বঞ্চনার শিকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের কাছে এ  প্রতিবেদন তুলে দেন পর্যালোচনা  কমিটির প্রধান জাকির আহমেদ খান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া  এবং আবেদন পর্যালোচনা কমিটির অন্যান্য সদস্যরা এ সময়  উপস্থিত ছিলেন।

প্রতিবেদন গ্রহণকালে সরকার নির্ধারিত ৯০ দিনের পূর্বেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য সরকার ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশে সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।

সারাবাংলা/জিএস/ইআ/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর