Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যক্তিগত কারণে’ পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৩:২১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোগো

ঢাকা: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন। তবে তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৮ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আবদুল মোমেন। চার মাস পূরণ হওয়ার আগেই তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আবদুল মোমেন নিজেই সারাবাংলাকে পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।

আবদুল মোমেন বলেন, আমি গতকাল সোমবার (৯ ডিসেম্বর) পদত্যাগপত্র জনপ্রশাসন সচিবের কাছে জমা দিয়েছি। সেখানে স্পষ্ট লিখেছি, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল মোমেনের পদত্যাগপত্র এখনো মন্ত্রণালয় গ্রহণ করেনি।

এদিকে আবদুল মোমেন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও গুঞ্জন রয়েছে, তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান করা হতে পারে। তবে কোনো সূত্র থেকে এ তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবদুল মোমেন নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সারাবাংলা/জেআর/টিআর

পদত্যাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর