Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রটকে এখনই ছাড়ছে না আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪ ১৪:২৮

ট্রটের সাথে চুক্তি বাড়াল আফগানরা

২ বছর আগে আফগানিস্থানের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। জোনাথন ট্রটের অধীনে কম সাফল্য পায়নি আফগানরা। এই বছরের শেষেই আফগানদের সাথে চুক্তিয় মেয়াদ শেষ হতো তার। তবে ট্রটকে এখনই ছাড়ছে না আফগান ক্রিকেট বোর্ড। আগামী বছর পর্যন্ত ট্রটকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

২০২২ সালে আফগানদের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন সাবেক ইংলিশ ব্যাটার ট্রট। এটিই ছিল হেড কোচ হিসেবে তার প্রথম দায়িত্ব। তার অধীনে দুর্দান্ত পারফর্ম করা আফগানিস্থান পেয়েছে একের পর এক সাফল্য। গত টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো আইসিসি  টুর্নামেন্টের সেমিতে ওঠার গৌরব অর্জন করেন রশিদ খানরা।

বিজ্ঞাপন

ট্রটের অধীনে ওয়ানডেতেও ভালো ফর্মে আছে আফগানরা। এই বছরে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা সিরিজ জিতেছেন তারা। শুধুমাত্র টেস্টে খুব একটা আলো ছড়াতে পারেনি আফগানিস্থান। শ্রীলংকা ও আইরিশদের বিপক্ষে দুটি টেস্ট খেলে দুটিতেই হেরেছেন তারা।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ট্রটকে কোচ হিসেবে রেখে দিয়েছে আফগান বোর্ড। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে তার চুক্তির মেয়াদ।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর