‘ময়মনসিংহ মুক্ত দিবসে’ মুক্তিযোদ্ধা-জনতার বিজয় র্যালি
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৫:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:১৩
১০ ডিসেম্বর ২০২৪ ১৫:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৫:১৩
ময়মনসিংহ: আজ ১০ ডিসেম্বর। ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ জেলা মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে সকালে নগরীর ছোটবাজার মুক্তমঞ্চে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন এবং পায়রা-বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।
এ সময় জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহামিনুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে বীর মুক্তিযোদ্ধা ও জনতার বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে শেষ হয়।
সারাবাংলা/এসডব্লিউ