স্বরাষ্ট্র সচিবের পদত্যাগপত্র গৃহীত, দায়িত্ব পেতে পারেন দুদকের
১০ ডিসেম্বর ২০২৪ ১৫:২৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩
ঢাকা: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এ পদে তার নিয়োগ ছিল চুক্তিভিত্তিক। জনপ্রশাসন মন্ত্রণালয় তার সেই চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।
গুঞ্জন রয়েছে, আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান করা হতে পারে। তবে কোনো সূত্র থেকে এ তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবদুল মোমেন নিজেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে আবদুল মোমেনকে স্বরাষ্ট্র সচিব পদ থেকে ছেড়ে দেওয়ার তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সরকারের চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৮ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আবদুল মোমেন। সোমবার (৯ ডিসেম্বর) তিনি পদত্যাগপত্র জম দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ আবদুল মোমেন সারাবাংলাকে বলেন, আমি গতকাল সোমবার (৯ ডিসেম্বর) পদত্যাগপত্র জনপ্রশাসন সচিবের কাছে জমা দিয়েছি। সেখানে স্পষ্ট লিখেছি, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।
সারাবাংলা/জেআর/এমপি
মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব