Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম বা সিলেটগামী ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তার পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদনের পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় উদ্ধারের জন্য নানা মাধ্যমে চেষ্টা চলছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর