Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধ নয়, রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:০৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভা

ঢাকা: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্য সেবা না। এটা চিকিৎসা ব্যবসা হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।

বিজ্ঞাপন

নূরজাহান বেগম বলেন, আমরা প্রেসার বা রক্তচাপের কথা বলি। কিন্তু প্রেসার কেন হয়, কি করলে প্রেসার হবে না, এজন্য জীবনযাত্রায় কি পরিবর্তন আনতে হবে এইগুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত। প্রিভেনশন বা রোগ প্রতিরোধের প্রতি আমাদের খুবই গুরুত্ব দিতে হবে।

সভায় সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ, মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এ সময় এ সকল যন্ত্রপাতি ঠিকমতো মেরামতের পাশাপাশি সংরক্ষন এবং অকেজো যন্ত্রপাতি কার্যোপযোগী করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো সাইদুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীক নির্বাহী উমর ইশরাক, মেডট্রনিক ল্যাবসের প্রেসিডেন্ট রুচিকা সিনঘাল, ঢাকার বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিচালকদের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এমপি

কাজী নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর