Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি : কার জার্সি কেমন হলো?

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

আগামীকাল সিলেটে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি

গত ০৮ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেশ ঘটা করেই উন্মোচিত হলো এনসিএল টি-টোয়েন্টির ট্রফি। আজ (১০ ডিসেম্বর, মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচন হলো অংশগ্রহণকারী আট দলের জার্সিও। 

মাঠের মাঝখানে স্পন্সর প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী আট দল ও এনসিএলের লোগো দিয়ে বানানো ব্যানার। সেসবের সামনে রাখা হয় টুর্নামেন্টের স্বর্ণালি ট্রফি। হরেক রঙের বক্স দিয়ে করা হয়েছে দলীয় প্রতিনিধিদের বসার ব্যবস্থা। সঞ্চালক অনুষ্ঠানের শুরুতেই ডেকে নেন আগামীকাল শুরু হতে যাওয়া ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলীয় প্রতিনিধিদের। 

বিজ্ঞাপন

আজও সব দলের অধিনায়ক উপস্থিত ছিলেন না। দলীয় অধিনায়কদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোর নাঈম শেখ, বরিশাল বিভাগের সোহাগ গাজী ও চট্টগ্রামের ইয়াসির আলী রাব্বি, রংপুরের আকবর আলী। বাকি চার দলের অধিনায়কের কেউই উপস্থিত ছিলেন না অনুষ্ঠানে। 

রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বদলে এসেছেন প্রীতম কুমার। খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান ও ঢাকা বিভাগের অধিনায়ক সাইফ হাসান এখনো দেশে ফেরেননি গ্লোবাল সুপার লিগ খেলে। সোহানের বদলি হিসেবে ছিলেন জিয়াউর রহমান, সাইফের জায়গায় ঢাকার প্রতিনিধিত্ব করেছেন সুমন খান। সিলেট অধিনায়ক জাকির হাসানও জাতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে, তার পরিবর্তে আসেন মাহফুজুর রহমান রাব্বি। 

ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের জার্সি বানানো হয়েছে কালো রঙকে প্রাধান্য দিয়ে।  চট্টগ্রামের গোলাপি, বরিশালের লাল। আকাশী নীল আর কালোর সমন্বয় দেখা গেছে রাজশাহীর জার্সিতে। টিয়া রঙের দুটো আলাদা শেড ব্যবহার করেছে রংপুর ও সিলেট বিভাগ। নেভি ব্লু শেডের জার্সিতে খেলবে ঢাকা বিভাগ। 

বিজ্ঞাপন

১১ ডিসেম্বর শুরু হয়ে এনসিএল টি-টোয়েন্টির পর্দা নামবে ২৪ ডিসেম্বর। ৩২ ম্যাচের এই  টুর্নামেন্টের ভেন্যু সিলেট। আট দল প্রতিদ্বন্দ্বিতা করবে দুই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়াম মিলিয়ে। 

সারাবাংলা/জেটি

এনসিএল টি-টোয়েন্টি বিসিবি

বিজ্ঞাপন

আসছে ‘হা-শো সিজন ৭’
১০ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬

আরো

সম্পর্কিত খবর