এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত
১০ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:০৬
ঢাকা: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করছেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান তিনি।
অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের নির্ধারিত লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।’
প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
এর আগে, রোববার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমবিবিএস ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আরও পড়ুন- মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ২০২১ সালের আগে এসএসসি, ও-লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
প্রার্থীর এসএসসি, ও-লেভেল বা সমমান এবং এইচএসসি, এ-লেভেল বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। এসএসসি, ও-লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষাতেও বিজ্ঞান বিভাগ থাকতে হবে, পাশাপাশি এ পর্যায়ে অধ্যয়নের বিষয় হিসেবে অবশ্যই থাকতে হবে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি, ও-লেভেল বা সমমান এবং এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। এছাড়া এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে যে কেউই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি এক নম্বর করে মোট নম্বর ১০০। এর মধ্যে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থাকবে ১০ নম্বর।
এক ঘণ্টার লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে ১ নম্বর। কোনো প্রশ্নের একাধিক উত্তর দিলে সেটি ভুল বলে গণ্য হবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূণ্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবে ওই পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে— উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সারাবাংলা/এসবি/এচইআই