Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদে থাকায় হামলার ঘটনা ঘটেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৫২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২১:৪৮

ঢাকা : হামলার শিকার হওয়া অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, সদ্য পলায়ন করা দল আওয়ামী লীগের পদধারী ছিলেন। সে কারণে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে- বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, তবে যে কোনো ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত, তাদের গ্রেফতার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় সময়মতো আপডেট দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতায় ৭০ আসামি গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৮৮টি মামলা হয়েছে। যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত, তাদের সবাইকে গ্রেফতার করা হবে, তাদের কোনো ছাড় নয়।

সারাবাংলা/জিএস/আরএস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংখ্যালঘু হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর