Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ রংমিস্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২০:৩৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩

প্রতীকী ছবি।

নওগাঁ: জেলার মান্দায় ট্রাকেরচাপায় মোটরসাইকেল আরোহী তিন রংমিস্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিনজন পেশায় রংমিস্ত্রী। প্রতিদিনের মতো তারা কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জাহিদুল ও নুর আলমকে গুরুত আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তদেরও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনা সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর