‘ওয়ান-ইলেভেন ঘটিয়েও তারেক রহমানকে বাদ দেওয়া যাবে না’
১০ ডিসেম্বর ২০২৪ ২১:১৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ০০:২৪
ওয়ান-ইলেভেন ঘটিয়েও তারেক রহমানকে বাদ দেওয়া যাবে না বলে দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি নুরুল আমিন বেপারী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানবাধিকার দিবসে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘ভবিষ্যৎ বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এমন দাবি করেন।
নুরুল আমিন বেপারী বলেন, ‘হাসিনা ওয়াজেদ বিদেশি শক্তি নিয়েও তাকে বাদ দিতে পারেনি। এখন ওয়ান-ইলেভেন তৈরি করেও তারেক রহমানকে বাদ দেওয়া যাবে না। তিনি ফিরবেন এ দেশে।’
সর্বশেষ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান খুব দৃঢ়তার পরিচয় দিয়েছেন। অন্যান্য দল যেখানে আসন নিয়ে ভাগাভাগি করছিল, তখন তিনি বিজ্ঞতার পরিচয় দিয়েছেন।’
আগামী বাংলাদেশ কীসের ওপর প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে নুরুল আমিন বেপারী বলেন, ‘তারেক রহমান যে ৩১টি দফা দিয়েছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে আপনাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে৷ আলোকিত সমাজ প্রতিষ্ঠিত না হলে আলোকিত মানুষ প্রতিষ্ঠিত হবে না। ৩১ দফায় তিনি জ্ঞানভিত্তিক সমাজের কথা বলেছেন। তরুণ নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন হবে না। তাই তিনি প্রস্তাব করেছেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তার নেতৃত্বে বাংলাদেশ আনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি।’
আলোচনা সভায়, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, জিয়া পরিবারের ওপরে বিগত যে অত্যাচার হয়েছে সেটা তুলে ধরা হোক। সাবেক তিনবারের বিজয়ী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী ইলিয়াস বলেন, গুমটা কোন জঙ্গি গোষ্ঠী করে নাই। একটা সরকার করেছে। তারা বারবার মানবাধিকার লঙ্ঘন করেছে। বিরোধী দলের উপর তারা অত্যাচার করেছে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে। ঘুম শব্দের সাথে তারা আমাদের পরিচয় করে দিয়েছে। মানুষ হারিয়ে গেছে, গুম হয়েছে তাদের হাত দিয়ে। আমার স্বামীর গুমের বিষয়টা ২০১২ সালে। স্বাধীন মানবাধিকার কমিশনকে আওয়ামী লীগ স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর যারা গুম হয়েছে তাদের জন্য কমিশন গঠন করলেও এমন কোন পদক্ষেপ দেখছি না যে, তারা আমাদের জন্য কাজ করছে। যারা আয়নাঘরে মানুষকে নিপীড়ন চালিয়েছে তাদেরকে যথাযথ ইন্টারোগেশন করা হচ্ছে না। তারা রিমান্ড শেষে হাসিখুশিভাবে বেরিয়ে আসছেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাদের বহু ভাইদের গুম করেছে। তার সময়ে কেউ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পায়নি। যারা কথা বলেছে তাদের গুম করেছে এ হাসিনা সরকার।’
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় আলোচনাসভায় সভাপতিত্ব করেন গণেশ চন্দ্র সাহস। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নাজমুজ্জামান ভূইয়া ও ব্যারিস্টার শারমিন পুতুল।
সারাবাংলা/আরএস