Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতেই বিক্রি করতে চায় আদানি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২২:০৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২৩:১৭

ভারতের আদানি পাওয়ার

ঢাকা: বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ বিক্রির উদ্যোগ নিয়েছে আদানি পাওয়ার। ওই বিদ্যুৎ বিক্রিতে ছাড় চেয়ে ভারত সরকারের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ঝাড়খণ্ডের ওই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের একমাত্র ক্রেতা বাংলাদেশ। বাংলাদেশের কাছে বিদ্যুতের বকেয়া পড়ে যাওয়ায় কিছুদিন আগে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রির জন্য ভারত সরকারের অনুমতি পেয়েছে আদানি পাওয়ার।

বিজ্ঞাপন

কিন্তু স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রিতে কর পরিশোধের শর্ত বেঁধে দিয়েছে ভারত সরকার। আদানি পাওয়ার এই কর পরিশোধে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের সরকারের কাছে নতুন করে ছাড় চেয়েছে। ভারত সরকার এই ছাড় সুবিধা না দিলে ভারতের দাম-সংবেদনশীল গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে পড়বে আদানি পাওয়ারের।

এর আগে, গত আগস্টে ভারতের বিদ্যুৎবিষয়ক মন্ত্রণালয় আদানি পাওয়ারকে ঝাড়খণ্ডের কেন্দ্র থেকে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রির অনুমতি দেয়। কিন্তু কেন্দ্রটি রাজ্যের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) হওয়ায় আদানি পাওয়ার বিদ্যুৎ বিক্রিতে সমস্যার মুখোমুখি হয় আদানি পাওয়ার।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের গাড্ডায় অবস্থিত আদানির এই কেন্দ্র থেকে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ রফতানি করা হয়, তা দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ। গত সেপ্টেম্বরের শেষে বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানির বকেয়ার পরিমাণ ৭৯ কোটি ডলারে পৌঁছায়। তবে গত অক্টোবরে আদানি পাওয়ারকে বাংলাদেশ কিছু বকেয়া পরিশোধ করেছে। এই প্রেক্ষাপটে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিক্রির উদ্যোগ নেয় আদানি পাওয়ার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

আদানি পাওয়ার বাংলাদেশ বিদ্যুৎ বিক্রি ভারত

বিজ্ঞাপন

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন দলে
১০ ডিসেম্বর ২০২৪ ২২:২১

আরো

সম্পর্কিত খবর