Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের সামাজিক মূল্যবোধ তৈরি করার তাগিদ গণশিক্ষা উপদেষ্টার

স্পেশাল করসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২২:৫০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:১১

‘বিশ্ব দর্শন দিবস ২০২৪’ উপলক্ষ্যে বিশেষ সেমিনার।

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মূল কাজ একটি শিশুকে সামাজিকীকরণ করা, সামাজিক মূল্যবোধ তৈরি করা। সামাজিকীকরণে অনেক প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ায় একটি শিশুকে লিখিত ভাষা ও গাণিতিক ভাষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত ‘বিশ্ব দর্শন দিবস ২০২৪’ উপলক্ষ্যে বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লিপি বা চিহ্ন। এই লিপি বা চিহ্ন আবিষ্কারের পর আমাদের অনেক কিছু পাল্টে দিয়েছে। লিখিত ভাষা জ্ঞানের ভাণ্ডারকে সঞ্চারিত করেছে। উন্নত দেশে প্রাথমিক শিক্ষায় একটা ইউনিভার্সাল সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সকলে সে সিস্টেমকে অনুসরণ করে। আমাদের দেশে প্রাথমিকের ধারা ১৪টি ধারায় বিভক্ত। তাদেরকে একিভূত করা কঠিন কাজ। ঐক্য সৃষ্টি হচ্ছে না। প্রাথমিক শিক্ষায় একটি কারিকুলাম থাকা দরকার যা সবক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক কথা বলতে হবে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব যেন হারিয়ে না যায়। একটি শিশুকে যদি সামাজিকীকরণ করতে না পারি, তাহলে ঐ শিশু ভবিষ্যতে কোনো কাজে আসবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই আগস্ট এর ছাত্র-জনতার অন্যান্য বৈশিষ্ট্য হলো গ্রাফিতিগুলো। দেশের সকল প্রান্তেই গ্রাফিতিগুলো দেখা যায়। ছাত্র-জনতার আকাঙ্ক্ষাগুলো গ্রাফিতিগুলোর ভাষা। আকাঙ্ক্ষা পূরণে যথার্থ কি কিছু করছি!’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, দর্শন বিভাগের ছাত্র সংসদের ভিপি রাসেল আকন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মাহফুজা আকনের সঞ্চালনায় ‘গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশ রাষ্ট্রের দার্শনিক ভিত্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মঈনুল আলম নিজার। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া।

সারাবাংলা/জেআর/এইচআই

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার গণশিক্ষা উপদেষ্টা

বিজ্ঞাপন

ঢাকা-আগরতলা লংমার্চ শুরু
১১ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১

আরো

সম্পর্কিত খবর