Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবর্তন হচ্ছে ২০ দেশের রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২৩:০১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:১১

পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সারাবাংলা

ঢাকা: ২০টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। এরই মধ্যে ওই সব দেশের বর্তমান রাষ্ট্রদূতকে ফেরত আসতে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কূটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে সেটা সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। আরও প্রায় ২০টির মত দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও এরই মধ্যে নেওয়া হয়েছে।’

অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর সরকার ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে পরিবর্তনের ধারায় এরই মধ্যে বেশ কিছু দেশ থেকে রাষ্ট্রদূতদের সরানোর পাশাপাশি ফেরত আনা হয়েছে। চু্ক্তি বা প্রেষণে বিদেশি মিশনে দায়িত্ব পালন করা অনেকের চুক্তিও বাতিল করা হয়েছে। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া। এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু প্রক্রিয়া চলমান আছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

সারাবাংলা/জেআর/পিটিএম

পরিবর্তন রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

ঢাকা-আগরতলা লংমার্চ শুরু
১১ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১

আরো

সম্পর্কিত খবর