গুলশান-বাড্ডা এলাকার শ্যুটার নুরা গ্রেফতার
১৪ জুন ২০১৮ ১০:৫৫ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৩:০১
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বনানী রি্ক্রুটিং এজেন্সীর মালিক সিদ্দিক মুন্সী হত্যায় কিলিং মিশনে অংশগ্রহনকারী ও গুলশান-বাড্ডা এলাকার শ্যুটার সেই নুর ওরফে নুরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৩ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর বিভাগ) বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১৪ জুন) ভোরে ডিবি উত্তরের অতিরিক্ত উপ কমিশনার সাহাজাহান সাজু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার নূর আমিন ওরফে নূরা অনেক দিন যাবৎ বাড্ডা, গুলশান, রামপুরা, এলাকায় শীর্ষ সন্ত্রাসী আরিফ, নূরী, শরীফ, পিচ্চি আলামিনদের সাথে সহযোগী হিসাবে অস্ত্রবাজি, চাঁদাবাজি এবং গুলি করে ত্রাস সৃষ্টি করে আসছিল। দীর্ঘদিন পলাতক থাকার পরে গোয়েন্দা জালে আটকের পর বেরিয়ে আসে সে সহ তার গ্রুপের অন্যান্যদের সন্ত্রাসী কার্যক্রমের ভয়াবহ চিত্র।
গত বছরের ১৪ ডিসেম্বর বনানীতে চাঞ্চল্যকর বহুল আলোচিত রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিক মুন্সী হত্যাকাণ্ডে সক্রিয় অংশগ্রহণকারী ছিল নূরা।
ওই ঘটনার সময় হত্যাকাণ্ডের পরেই ৪ জনের ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, ওই ঘটনায় অংশগ্রহনকারী মোট ৭ জন। এদের মধ্যে নূরী, শরীফ, সাদ্দাম ও আরিফ রুমের ভেতরে ঢুকে গুলি করে এবং রুমের গেইটে পিচ্চি আলামিন এবং নূরা অবস্থান করে। কিলিং মিশনে নূরার দায়িত্ব ছিল ভেতর থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর বিল্ডিংয়ের গেইটে তালা লাগিয়ে দেওয়ার। এ উদ্দেশ্যে সে ওই সময় শেকল এবং তালা সঙ্গে নিয়ে মিশনে অংশ নিয়েছিল।
এডিসি বলেন, বনানীর সিদ্দিক মুন্সী হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। জানা গেছে যে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে চাঁদা আদায়ই ছিল মূল উদ্দেশ্য যার নির্দেশদাতা সুইডেন প্রবাসী পলাতক যুবদল ক্যাডার নাহিদ। স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য নূরাকে আদালতে পাঠানো হবে।
গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ কমিশনার মশিউর রহমানের নির্দেশনায় এডিসি শাহজাহানের তত্ত্বাবধানে এডিসি গোলাম সাকলায়েনের নেতৃত্বে গুলশান জোনাল টিম অভিযানটি পরিচালনা করেন।
সারাবাংলা/ইউজে/জেএএম