বাড্ডার মাছ বাজারে বাদশা হত্যার আসামি ইয়াবাসহ গ্রেফতার
১৪ জুন ২০১৮ ১১:০৫ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৯:১৫
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর বাড্ডা মাছ বাজারে বহুল আলোচিত বাদশা হত্যার অন্যতম প্রধান আসামি আহাদুজ্জামান সবুজকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি উত্তরের গুলশান ও ক্যান্টনমেন্ট জোনাল টিম। ডিবি উত্তরের অতিরিক্ত উপ কমিশনার সাহাজাহান সাজু সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত আহাদুজ্জামান সবুজকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড্ডা মাছ বাজারে দিনে দুপুরে বাদশা হত্যাকাণ্ড সম্পর্কে পুরো ঘটনার দায় স্বীকার করে।
গত ১৭ ফেব্রুয়ারি বাড্ডা মাছ বাজারে বাঁশ পট্টির নিকট জনৈক বাদশাহ জনসম্মুখে গুলিবিদ্ধ হয়ে নৃশংসভাবে খুন হয়। টাকা পয়সা লেনদেন ও প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানতে পারে পুলিশ।
ঘটনার সময়েই জনতা ও পুলিশ শীর্ষ সন্ত্রাসী নূ্রী অস্ত্রসহ গ্রেফতার হয়। পরবর্তীতে অস্ত্র উদ্ধার অভিযানে নূরী বন্দুকযুদ্ধে নিহত হয়। ওই সময়ে জানা যায়, এ ঘটনায় নূরী ছাড়াও আরো ৫/৬ জন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী আরিফ এরইমধ্যে গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বাদশা হত্যাকান্ডে সবুজ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে। বাদশা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য সবুজকে আদালতে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে ভিন্ন একটি মাদক মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ কমিশনার মশিউর রহমানের নির্দেশনায় এডিসি সাজাহানের তত্ত্বাবধানে এডিসি গোলাম সাকলায়েনের নেতৃত্বে গুলশান জোনাল টিম অভিযানটি পরিচালনা করেন।
সারাবাংলা/ইউজে/জেএএম