Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া বেতনের জন্য শ্রমিকদের যেন রাস্তায় না নামতে হয়

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৫৮

শ্রম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

ঢাকা: বকেয়া বেতনের জন্য শ্রমিকদের যেন রাস্তায় না নামতে হয় দেশে এমন কর্মপরিবেশ তৈরি করতে হবে। শ্রমিকদের যেন জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে না হয়, এমন পরিবেশও তৈরি করতে হবে। আর শিল্প বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখতে শ্রম অধিদফতরকেও আরও গতিশীল করতে হবে। শ্রমিক ও মালিকসহ সবপক্ষের প্রত্যাশাকে মাথায় রেখেই সুপরিশ প্রণয়ন করবে শ্রম সংস্কার কমিশন।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় শ্রম মন্ত্রণালয়ের কেন্দ্রীয়, বিভাগীয়, আঞ্চলিক কার্যালয়ের (কুমিল্লা, রংপুর, খুলনা, রাজশাহী, শ্রীমঙ্গল প্রভৃত) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, কমিটির সদস্য ড. মাহফুজুল হক, কামরান টি রহমান, শাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, এডভোকেট এ কে এম নাসিম ও চৌধুরী আশিকুল আলম।

সভায় কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহম্মদ বলেন, ‘কমিশন সম্মিলিত ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে সকলের প্রত্যাশা ও বাস্তবতা মাথায় রেখে সুপারিশ প্রণয়ণ করবে। শ্রমিকদের প্রতি সকলের নৈতিক দায়বদ্ধতা আছে, আমরা সবাই এমন পরিবেশ চাই যেখানে শ্রমিকের বেতন বকেয়া থাকার জন্য রাস্তায় নামতে না হয়, শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করবে না।’ কমিশন সুপারিশ করলেও আইনের প্রয়োগ নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সভায় দেশের বিভিন্ন বিভাগ থেকে আসা শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন আইনের অল্পকিছু পরিবর্তন আনলেই সহজতর হবে কার্যপ্রক্রিয়া। এছাড়া তারা দাবি করেন, শুধুমাত্র আইনের পরিবর্তনই নয়, মন্ত্রণালয়ে কিছু অবকাঠামোগত পরিবর্তনও প্রয়োজন।

বিজ্ঞাপন

সভায় কর্মকর্তারা শ্রম অধিদফতর আরও গতিশীল করার মাধ্যমে শিল্পবিরোধ নিষ্পত্তিতে ভুমিকা রাখার বিষয়ে মত দেন। শ্রমিকদের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার গড়ে তোলা, শ্রমিক অষন্তোষ রোধে শ্রমিক কল্যাণ কেন্দ্রের আধুনিকায়নসহ বিদ্যমান কর্মসূচিগুলোর যথাযথ বাস্তবায়নের লক্ষে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন কর্মকর্তারা।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বকেয়া বেতন শ্রমিক

বিজ্ঞাপন

আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৪
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর