Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন পর্যটনের জন্য সহায়ক: প্রজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০২:১১

বুধবার সচিবালয়ে বেসামরিক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করে প্রজ্ঞা ও আত্মার একটি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে ‘স্মোকিং জোন’ বন্ধ করা জরুরি বলে মনে করছে তামাকবিরোধী সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)। ধূমপানমুক্ত পরিবেশ পর্যটনের জন্যও সহায়ক বলে মনে করে সংগঠনটি।

প্রজ্ঞা বলছে, হোটেল ও রেস্তোরাঁয় স্মোকিং জোন থাকলে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকে না। স্মোকিং জোনে প্রবেশ বা বের হওয়ার সময় সিগারেটের ধোঁয়া পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে এবং সেখানে আগত নারী, শিশুসহ সবাই পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হয়। একই সঙ্গে সেবা কর্মীরাও সেবা দিতে গিয়ে পরোক্ষ ধূমপানের শিকার হন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) ও প্রজ্ঞার একটি প্রতিনিধি দল। সেখানেই প্রজ্ঞার পক্ষ থেকে এ কথা বলা হয়।

সাক্ষাতে উপদেষ্টা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগে তার মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে।

প্রজ্ঞা ও আত্মার পক্ষ থেকে জানানো হয়, এসডিজির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশে কমিয়ে আনার ক্ষেত্রে তামাক একটি বড় প্রতিবন্ধকতা। বর্তমানে দেশে ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। বছরে এক লাখ ৬১ হাজার মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যায়। তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয়, তার পরিমাণ তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে অনেক বেশি।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। সে লক্ষ্যে সুশীল সমাজের অংশীজনদের সঙ্গে পরামর্শ করে ধূমপানের জন্য নির্ধারিত স্থান (ডিএসএ) বাতিলসহ বেশকিছু প্রস্তাব আইন সংশোধনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে বিমান ও পর্যটন উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, চ্যানেল এসের ডিরেক্টর (নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) শংকর মৈত্র, আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের এবং কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।

সারাবাংলা/এসবি/টিআর

আত্মা উপদেষ্টা হাসান আরিফ তামাক নিয়ন্ত্রণ আইন তামাকবিরোধী জোট প্রজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর