কুয়াশায় আচ্ছাদিত ভোরের ঢাকা, রাতে কমতে পারে তাপমাত্রা
১২ ডিসেম্বর ২০২৪ ১০:৩৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১২:০৩
ঢাকা: রাজধানীবাসীর কাছে বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) ভোরটা একটু অন্যরকম। রাত শেষ হলেও যেন ভোরের আলো ফুটছিলোনা। কুয়াশায় ঢেকেছিলো ঢাকার পথ-ঘাট। আবহাওয়া অধিদপ্তরও বলছে, এখন থেকে সকালের দিকটায় এমন কুয়াশা থাকবে। সেই সঙ্গে রাতের ও দিনের তাপমাত্রাও ব্যপক তারতম্য দেখা যাবে। তবে আপাতত কয়েকদিনে বৃষ্টির আশংকা নেই।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবার শুক্রবারের (১৩ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবার শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এখন থেকে তাপমাত্রা ক্রমেই কমতে থাকবে। তবে এ মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের আভাস এখনো পাওয়া যায়নি।
সারাবাংলা/জেআর/এনজে